ওযূর ফরজ

بِسْمِ اللّهِ الرَّحْمـَنِ الرَّحِيمِ
বিসমিল্লাহির রাহমানির রাহীম

ওযূর ফরজ

ওযুর ফরয ৪টি-যথাঃ

১.সম্পূর্ন মুখমন্ডল একবার ধোয়া।
২.দুই হাতের কনুই পর্যন্ত একবার ধোয়া।
৩.মাথার চারভাগের একভাগ মসেহ করা।
৪.দুই পায়ের টাকনু-সহ ধৌত করা এবং একবার করে ধৌত করা ফরজ।

বিঃদ্রঃ ওযূ নামাজের চাবী আর নামাজ বেহেস্তের চাবী। কাজেই ওযূর জন্য নিয়ম পালন করা আবশ্যক।ইহার মধ্যে একটি অঙ্গ ছুটে গেলে বা একটি পশমের গোড়াও শুকনা থাকলে ওযূ শুদ্ধ হবে না।

Comments

Popular posts from this blog

সূরা আল ইখলাস

সূরা হুমাযাহ এর আরবি, বাংলা উচ্চারণ, বাংলা অর্থ এবং তাফসীর

সূরা ক্বদর এর আরবি, বাংলা উচ্চারণ, বাংলা অর্থ এবং তাফসীর