ওযূর সুন্নত-সমূহ

بِسْمِ اللّهِ الرَّحْمـَنِ الرَّحِيمِ
বিসমিল্লাহির রাহমানির রাহীম

ওযূর সুন্নত-সমূহ

অজুর করার সুন্নাত তরীকা

১.অজুর শুরুতে নিয়ত করা।
২.অজুর শুরুতে বিসমিল্লাহ পড়া সুন্নাত।
৩.অজুর অঙ্গগুলো ডান দিক থেকে ধোয়া শুরু করা।
৪.উভয় হাত পৃথক ভাবে কব্জিসহ তিনবার ধোয়া।
৫.মেসওয়াক করা।
৬.প্রত্যেকবার নতুন পানি নিয়ে তিনবার কুলি করা  এবং রোযাদার না হলে গড়গড়া করা ।
৭.প্রত্যেকবার নতুন পানি নিয়ে তিনবার নাকের নরম জায়গায় পানি পৌঁছানো এবং বাম হাত দিয়ে নাক পরিস্কার করা ।
৮.সমস্ত মুখ তিনবার ধোয়া।
৯.মুখ ধোয়ার সময় আঙ্গুল দিয়ে দাঁড়ি খিলাল করা সুন্নাত।
১০.দুই হাত তিন বার ধোয়া সুন্নাত।
১১.হাত পা ধোয়ার সময় আঙ্গুলগুলো খিলাল করা।
১২.একবার সম্পূর্ণ মাথা মাসেহ করা।
১৩.মাথা মাসেহ করার সাথে সাথে কানও মাসেহ করা।
১৪.মাথার সামনের দিক থেকে মাসেহ শুরু করা।
১৫.গর্দান মাসেহ করা।
১৬.উভয় পা তিন বার ধোয়া।
১৭.পায়ের আঙ্গুল খেলাল করা।
১৮.অজুর সমস্ত অঙ্গ ডলে ডলে ধোয়া।
১৯.ধারাবাহিকভাবে অঙ্গুগুলো ধোয়া।  
২০.সচল গতিতে অজু করা। অর্থাৎ এক অঙ্গ ধোয়ার পর আরেক অঙ্গ ধুতে দেরী না করা।
২১ অজুর মাঝে এ দোয়া পড়া সুন্নাত।
আরবি উচ্চারনঃ
اَللّٰهُمَّ اِغْفِرْلِيْ ذَنْبِيْ وَوَسِّعْ لِيْ فِيْ دَارِيْ وَبَارِكْ لِيْ فِيْ رِزْقِيْ
বাংলা অর্থঃ হে আল্লাহ!আমার গোনাহ মাফ করে দেন এবং আমার ঘর প্রশস্ত করে দেন এবং আমার রিজিকে বরকত দান করেন।
২২.অজু শেষ করার পর কালেমায়ে শাহাদাত পড়া সুন্নাত। ।
আরবি উচ্চারনঃ
اَشْهَدُ اَنْ لَاۤ اِلٰهَ اِلَّا اللهُ وَحْدَهٗ لَا شَرِيْكَ لَهٗ وَ اَشْهَدُ اَ نَّ مُحَمَّدًا عَبْدُهٗ وَرَسُوْلُهٗ
২৩.কালেমায়ে শাহাদত পড়ার পর এই দোয়া পড়া।
 আরবি উচ্চারনঃ
 اَللّٰهُمَّ اجْعَلْنِيْ مِنَ التَّوَّابِيْنَ وَاجْعَلْنِيْ مِنَ الْمُتَطَهِّرِيْنَ
বাংলা অর্থঃ  হে আল্লাহ!আপনি আমাকে তওবাকারীদের মধ্যে শামীল করুন এবং পবিত্রতা অর্জনকারীদের অন্তর্ভূক্ত করুন।

Comments

Popular posts from this blog

সূরা আল ইখলাস

সূরা হুমাযাহ এর আরবি, বাংলা উচ্চারণ, বাংলা অর্থ এবং তাফসীর

সূরা ক্বদর এর আরবি, বাংলা উচ্চারণ, বাংলা অর্থ এবং তাফসীর