নামাজের সুন্নাতে মুয়াক্কাদা, মোস্তাহাব ও মাকরূহাত সমূহ

নামাজের সুন্নাতে মুয়াক্কাদা, মোস্তাহাব ও মাকরূহাত সমূহ

নামাজের সুন্নাতে মুয়াক্কাদা

★ নামাজের সুন্নাতে মুয়াক্কাদা হল এমন কার্যাবলি যা ছাড়লে নামাজ বাতিল হয়না কিন্তু বিনা কারনে ছাড়লে নামাজ মাকরুহ হয়।কারন বষত ছাড়া যায়।
1. সানা পড়া।
2. আউযু বিল্লাহি মিনা শাইতনির রজিম পড়া
3. বিসমিল্লাহির রহমানির রহিম পড়া।
4. সুরা ফাতেহার শেষে আমিন বলা।
5. রুকুর তাকবির বলা।
6. রুকুর তাসবিহ পড়া।
7. রুকু থেকে উঠে সামিয়াল্লাহুলি মান হামিদা রব্বানা লাকাল হামদ হামদান কাছিরং তয়্যিবান মুবারকান ফিহ বলা।
8. সেজদার তাকবির বলা।
9. সিজদার তাসবিহ পড়া।

নামাজের মোস্তাহাব:

1. এক্বামতের সময়ে “হাইয়্যালাল ফালাহ্” বলামাত্র নামাযে ঠিকভাবে দাঁড়ান ।
2. তাকবীরে তাহরীমা বলার সময়ে আন্তিন হতে হাতের তালু বাহির করা ।
3. দাঁড়াবার সময়ে সিজদার জায়গার প্রতি দৃষ্টি রাখা ।
4. রুকুতে পায়ের পাতার দিকে দৃষ্টি রাখা ।
5. বৈঠকে কোলের দিকে দৃষ্টি রাখা ।
6. সাধ্যানুযায়ী হাসি ও কাশি বন্ধ রাখা ।
7. রুকুতে মাথা ও পৃষ্ঠ ভাগ সমান উঁচু রাখা ।
8. সিজদায় প্রথমে দুই হাঁটু ,তারপর দুই হাত জমিনে রাখা, পরে নাক ও তারপরে কপাল জমিনে রাখা এবং সেজদা হতে উঠার
9. সময়ে যথাক্রমে প্রথমে কপাল, পরে নাক উঠিয়ে তৎপর দুই হাত হাঁটুর উপরে রেখে বসা ।
10. সিজদায় দুই হাতের মধ্যে মাথা রাখা, নাক দুই বৃদ্ধাংগুলির মধ্যে বরাবর রাখা ।
11. হাত-পায়ের আঙ্গুলিসমূহ কেবলা মুখ করে রাখা ।
12. ছালাম ফিরানোর সময় দুই সিনার প্রতি দৃষ্টি রাখা ।
13. সেজদায় পুরুষের দুই হাত পৃথক ভাবে রাখা এইভাবে উঁচুতে রাখতে হবে যেন বকরীর বাচ্চা যাতায়াত করতে পারে । কিন্তু স্ত্রীলোকের জন্য সেজদায় এর বিপরীত করতে হবে । যেমন দুই হাত চাপিয়ে রাখা এবং রানের উপর পেট রাখা ।
14. তিন বারের অধিক-বেজোড় তছবীহ্ পড়া ।
15. ফযরের নামাযে (سورة الحجراة – سورة البلد ) এর মধ্যে যে কোন ২টি সুরা পড়া।
16. আছরের নামাজে ( سورة الشمس – سورة البينة) এর মধ্যে যে কোন ২টি সুরা পড়া ।
17. মাগরিবের নামাজে ছোট ছোট সূরাহ (سورة الزلزال - سورة الناس) পাঠ করা ।
18. এশার নামাজে (سورة الحجراة – سورة البلد ) এর মধ্যে যে কোন ২টি সুরা পাঠ করা ।

নামাজের মাকরূহাত:
1. চাদর বা জামা না পড়ে কাঁধে ঝুলিয়া রাখা ।
2. ময়লা ধুলা-বালি লাগার ভয়ে কাপড়/জামা গুটানো ।
3. আঙ্গুল মটকান ।
4. বস্ত্র,শরীর অথবা দাঁড়ির সাথে খেলা করা ।
5. এদিক ওদিক দেখা ।
6. চুল মাথার উপরিভাগে বাঁধা ।
7. বিনা ওজরে সেজদার স্থানের ইট-পাথর সরান ।
8. আলস্যভরে শরীর মোড়ামুড়ি করা ।
9. সিজদার সময়ে হাত বিছিয়ে দেওয়া ।
10. আগের কাতারে স্থান থাকতে পিছনের কাতারে দাঁড়ানো ।
11. অবহেলা করে খালি মাথায় নামায পড়া ।
12. আকাশের দিকে তাকান ।
13. ভাল কাপড় থাকা সত্ত্বেও মন্দ কাপর পড়ে নামায পড়া ।
14. নামাযের মধ্যে কপালের মাটি মুছে ফেলা ।
15. কোন প্রাণীর ছবি সম্মুখে,ডাইনে,বামে,মস্তকের উপর বা কাপড়ের মধ্যে থাকা ।
16. সিজদার সময়ে বিনা কারণে হাটুর পূর্বে হাত মাটিতে রাখা ।
17. বিনা কারণে আসন পেতে বসা ।
18. ফরয নামাযে এক সূরা বার বার পড়া ।
19. কোন মানুষের মুখের দিক হয়ে নামায পড়া ।
20. সিজদাতে পিঠ উভয় উরুর সহিত মিলিয়ে দেওয়া ।
21. এক হাত বা তদুর্ধ স্থানে ইমামের দাঁড়ান ।
22. উভয় সিজদার মধ্যে অথবা তাশাহুদ পড়ার সময়ে কুকুরের ন্যায় বসা ।
23. দুই হাতে মাটি ভর দিয়া উঠা ।
24. কোন সুন্নত পরিত্যাগ করা ।
25. নাক মুখ ঢেকে নামাজ পড়া

Comments

Popular posts from this blog

সূরা আল ইখলাস

সূরা হুমাযাহ এর আরবি, বাংলা উচ্চারণ, বাংলা অর্থ এবং তাফসীর

সূরা ক্বদর এর আরবি, বাংলা উচ্চারণ, বাংলা অর্থ এবং তাফসীর